Game

1 week ago

Euro preparations:ইউরোর প্রস্তুতি: পর্তুগালের দারুণ জয়

Portugal's big win
Portugal's big win

 

লিসবন, ১২ জুন : দেশের মাটিতে মঙ্গলবার রাতের প্রীতি ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা। জোয়াও ফেলিক্স দলকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন রোনাল্ডো।

জোড়া গোল করে রোনাল্ডো আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে টানা ২১ পঞ্জিকাবর্ষে গোলের কীর্তি গড়লেন। ২০০৩ সালে পর্তুগাল দলে অভিষেক হবার পর থেকে রোনাল্ডো গোল করেছেন প্রতি বছর।


You might also like!