Game

1 week ago

Pakistan out, America at super 8: বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়, সুপার এইটে আমেরিকা

Pakistan's departure from the World Cup, America in the Super Eight
Pakistan's departure from the World Cup, America in the Super Eight

 

ফ্লোরিডা, ১৫ জুন: বৃষ্টি আর ভেজা আউট ফিল্ড সর্বনাশ করে দিল পাকিস্তানের। টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড-আমেরিকা ম্যাচটি পরিত্যক্ত হল। আর সুপার এইটে প্রথমবারের মতো চলে গেল স্বাগতিক দেশ আমেরিকা। শুক্রবার (১৪ জুন) বিশ্বকাপের ‘এ’ গ্রুপের পাকিস্তান আয়ারল্যান্ড ম্যাচটি আর মাঠে গড়ায়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নিল দুটি দল।

প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়েও আউটফিল্ড খেলার উপযুক্ত না হওয়ার জন্য ম্যাচটি পরিত্যক্ত হয়। এর ফলে ৪ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করল আমেরিকা। ৩ ম্যাচে বর্তমানে বাবরদের পয়েন্ট ২। পরের ম্যাচে জিতলেও তারা আর সুপার এইটে যেতে পারছে না।


You might also like!