Technology

1 week ago

SIM: গোপনে আপনার নামে ঠিক কটা সিম চলছে জানেন? বোঝার সহজ

SIM
SIM

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃঅনেক সময়ে এমন হয়ে থাকে যে আমরা নিজদের ফোন নাম্বার ভুলে জাই। আর এই সময়ে আরও সমস্যা হয় যদি নিজদের ফোন নাম্বার কোথাউ লিখে রাখা না থাকে। তবে আপনাদের সেই সমস্যার হাত থেকে মুক্তি দিতে আজকে আমরা আপনাদের বলব যে কি করে সব ফোনের সিম থেকেই ফোন নাম্বার জানা সম্ভব।

আজকে আমরা এখানে আপনারা এয়ারটেল, জিও, ভোডাফোন, আইডিয়া, BSNL য়ের সব নেটওয়ার্কের নাম্বারই কি করে জানা যায় তা বলব। নিজের ফোন নাম্বার জানার জন্য সব থেকে সহজ উপায় হল USSD কোড, হ্যাঁ আপনারা নিজের ফোন থেকে এটির মাধ্যমে সহজেই জানতে পারবেন।

Vi এর নাম্বার বের করার পদ্ধতি

আপনি যদি Vodafone Idea (Vi) নাম্বারটি ভুলে গিয়ে থাকেন তাহলে সেটা জানার অনেক উপায় রয়েছে।

কিভাবে USSD থেকে Vodafone Idea সিম কার্ড নাম্বার বের করবেন?

টেলিকম কোম্পানিগুলো ইউজারদের USSD সার্ভিস প্রদান করে। এটি মোবাইল কমিউনিকেশন টেকনোলজির গ্লোবাল সিস্টেম। USSD কোডের পুরো নাম Unstructured Supplementary Service Data। মোবাইল কোম্পানিগুলি বিভিন্ন পরিষেবার জন্য ইউজারদের বিভিন্ন USSD কোড প্রদান করে। বিভিন্ন কোম্পানির কোডও আলাদা।

স্টেপ 1: প্রথমে আপনার মোবাইলে ফোন ডায়ালার খুলুন।

স্টেপ 2: তারপর আপনাকে আপনার ফোন থেকে *199# USSD কোড ডায়াল করতে হবে।

স্টেপ 3: তারপর আপনার ফোনে একটি ফ্ল্যাশ মেসেজ উপস্থিত হবে, যেখানে আপনার ভোডাফোন মোবাইল নাম্বার (MSISDN: XXXXXXXXXX), প্ল্যানের ডিটেইলস ইত্যাদি দেখা যাবে।

Vi অ্যাপ বা অনলাইনের মাধ্যমে কীভাবে Vi নাম্বার বের করবেন?

Vodafone Idea (Vi) নাম্বার চেক করার জন্য আপনি Vi অ্যাপ বা ওয়েবসাইটের সাহায্যও নিতে পারেন।

স্টেপ 1: প্রথমে Google Play Store বা App Store থেকে Vi অ্যাপ ডাউনলোড করুন।

স্টেপ 2: একবার ইনস্টল হয়ে গেলে, অ্যাপটি খুলুন এবং এখানে আপনাকে প্রথমবার আপনার মোবাইল নাম্বার লিখতে হবে। আপনি যদি আপনার মোবাইল নাম্বার না জানেন, তাহলে প্রথমে USSD কোড (*199#) এর মাধ্যমে মোবাইল নাম্বারটি বের করে নিন।

স্টেপ 3: একবার আপনি আপনার নাম্বার দিলে আপনার মোবাইলে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড যাবে।

স্টেপ 4: OTP এন্টার করার পরে আপনি অ্যাপে লগ ইন করতে পারবেন। একবার আপনি লগইন করলে, আপনি যেকোনো সময় আপনার মোবাইল নাম্বার দেখতে পারবেন।


You might also like!