Game

1 week ago

New Zealand defeated Uganda: সম্মান রক্ষার ম্যাচে উগান্ডাকে হারাল নিউজিল্যান্ড

New Zealand defeated Uganda in the honor match
New Zealand defeated Uganda in the honor match

 

কলকাতা, ১৫ জুন: ২০১৫ সালের পর আইসিসির টুর্নামেন্টে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ রেজাল্ট করল নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিয়েছে তারা। শনিবার সম্মান রক্ষার তৃতীয় ম্যাচে উগান্ডাকে উড়িয়ে দিয়েছে কেইন উইলিয়ামসনের দল।

তৃতীয় ম্যাচে উগান্ডার বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড। শনিবার ব্রায়ান লারা স্টেডিয়ামে উগান্ডার দেওয়া ৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮৮ বল হাতে রেখে জিতল নিউজিল্যান্ড।

উল্লেখ 'সি' গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান অনেক আগেই সুপার এইটে চলে গেছে। আর ৩ ম্যাচের ৩টিতে হেরে গ্রুপের তলানিতে আছে উগান্ডা। আর ৩ ম্যাচের মধ্যে একটিতে জিতে তিনে উঠেছে নিউজিল্যান্ড।


You might also like!