দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৪ বছর পর বড়পর্দায় কামব্যাক করেছেন শাহরুখ খান। চলতি বছরে ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর হাত ধরে বক্স অফিসে এক হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়েছেন 'বাদশাহ'। দুটি ছবিতেই দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধেছেন শাহরুখ। সম্প্রতি দীপিকার নতুন স্কিন কেয়ার ব্র্যান্ডে 82°E-এর প্রচারে হাতে নীল রঙা ঘড়ি পরে শাহরুখের দেখা মিলেছে। অভিনেতার হাতে উজ্জ্বল এই নীল রঙের ঘড়ির দাম শুনলে আমজনতার চমকে উঠবে বৈকি!
বিলাসবহুল এবং জনপ্রিয় ব্র্যান্ডের ঘড়ি সংগ্রহ করার শখ রয়েছে শাহরুখের। সম্প্রতি শোনা যায়, দীপিকার সঙ্গে ভিডিওতে যে ঘড়িটি অভিনেতার হাতে শোভা পাচ্ছিল তার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। আসলে ঘড়ির প্রতি আলাদাই ভালোবাসা রয়েছে অভিনেতার। কোটি টাকার উপরে ঘড়ির কালেকশন রয়েছে বলিউডের বাদশার। জানেন কোন কোন কোন ঘড়ি রয়েছে শাহরুখের?
রোলেক্স অয়েস্টার পারপেচুয়াল সেলিব্রেশন ডায়াল
যে কোনও ব্র্যান্ডের ঘড়িই হোক না কেন শাহরুখের ছাপোষা ধরন খুব একটা পছন্দ নয়। তা সে রোলেক্সের মতো নামী দামি ব্র্যান্ডই হোক না কেন! অয়েস্টার পারপেচুয়াল সেলিব্রেশন ডায়ালের কালেকশন রয়েছে শাহরুখের। তাঁর 'সেলিব্রেশন ডায়াল' সবচেয়ে সাম্প্রতিক সংস্করণ, সমস্ত রঙের সমন্বয়ে তৈরি ঘড়িটির দাম ৫ লক্ষ ৬০ হাজার।
পাটেক ফিলিপ নটিলাস ৫৮১১
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের কাছে যে ঘড়িটি সবচেয়ে বেশি দেখা যায় তা হল পাটেক ফিলিপ নটিলাস ৫৮১১। সেই অন্যতম বিলাসবহুল ৫৯ লক্ষের ঘড়িটি শাহরুখের সংগ্রহেও রয়েছে। বেশ কয়েকটি অনুষ্ঠানে তাঁকে ওই ঘড়িটি পরতে দেখা গিয়েছে।
প্যাটেক ফিলিপ অ্যাকোনট ফ্লাইব্যাক ক্রোনোগ্রাফ
শাহরুখের ঘড়ির প্রতি কতটা আকর্ষণ রয়েছে তা প্যাটেক ফিলিপ অ্যাকোনট ফ্লাইব্যাক ক্রোনোগ্রাফ-এই ঘড়িটি দেখলেই বেশ স্পষ্ট হয়ে যায়। সাদা ও সোনালী রঙের ডায়ালের শাহরুখের এই ঘড়ির দাম প্রায় ৬৪ লক্ষ টাকা। বিভিন্ন অনুষ্ঠানে কিং খানের হাতে ঘড়িটি নজরে এসেছে।
স্বচ্ছ এক্স ওমেগা মুনসওয়াচ
প্রায় ৩২ হাজার টাকা দামের স্বচ্ছ এক্স ওমেগা মুনসওয়াচ দামে লাখের ঘর না ছুঁলেও দেখতে একেবারে অন্য রকম। ম্যাচিং ডেনিম জিন্সের সঙ্গে গাঢ নীল রঙের ঘড়িটি যেন কিং খানকে আরও আকর্ষণীয় করে তোলে।