Entertainment

46 minutes ago

Vicky Kaushal: সদ্যোজাত ‘বেবি কৌশল’-কে নিয়ে প্রথমবার মুখ খুললেন ভিকি কৌশল, বললেন “২০২৫ সালের সেরা মুহূর্ত—বাবা হওয়া”

New parents Katrina Kaif and Vicky Kaushal
New parents Katrina Kaif and Vicky Kaushal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ৭ নভেম্বর থেকে নতুন জীবন শুরু করেছেন বলিউডের জনপ্রিয় দম্পতি—ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। মা-বাবা হিসেবে জীবনের এই নতুন অধ্যায়ে প্রবেশের পর থেকে অনুরাগীদের শুভেচ্ছার জোয়ার অবিরাম। সদ্যোজাত পুত্র ‘বেবি কৌশল’-কে ঘিরে কৌতূহল শীর্ষে। এবার এই প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন ভিকি কৌশল। 

২০২৫ সাল ভিকির জীবনে বিশেষ একটি বছর। বছরের প্রথমার্ধে তিনি ব্লকবাস্টার ‘ছাবা’ সিনেমার মাধ্যমে বক্সঅফিসে রেকর্ড গড়েছেন। তবে বছরের দ্বিতীয়ার্ধে তার জীবনে এসেছে সবচেয়ে আনন্দের মুহূর্ত—সন্তানসুখ। ভিকি বলেন, ”২০২৫ সালের সেরা মুহূর্ত আমার বাবা হওয়া। দারুণ ম্যাজিক্যাল অনুভূতি এটা। আমার সবসময়ে মতে হত, এই সময়টা যখন আমার জীবনে আসবে, তখন আমি হয়তো খুব আবেগপ্রবণ এবং উচ্ছ্বসিত হব। বাবা হওয়ার পর বলব, এটাই এখনও পর্যন্ত আমার জীবনের সেরা মুহূর্ত।” সেলেব জ্যোতিষীরা ইতিমধ্যেই বেবি কৌশলের জন্মছক দেখে ভবিষ্যদ্বাণী করেছেন, যে বড় হয়ে তিনি বাবা-মায়ের মতোই জনপ্রিয় তারকা হবেন। কারণ, রোহিণী নক্ষত্রে জন্ম নেওয়া ব্যক্তিরা সাধারণত জনপ্রিয়তা লাভ করেন। 

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের দাম্পত্য বিরল। ২০২১ সালের ৯ ডিসেম্বর তারা সাতপাকে বাঁধা পড়েছিলেন। যদিও তাদের মধ্যে পাঁচ বছরের অসমবয়সী ফারাক নিয়ে চর্চা হয়, তারা বরাবর নিজেদের সুখী দাম্পত্যের ছবি প্রকাশ করেছেন। কোনো গুঞ্জন বা নিন্দুকের কথা তাদের সম্পর্ককে ছেদ দিতে পারেনি।  

You might also like!