দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ ২৫ মে ৫১ বছর বয়সে পদার্পণ করলেন পরিচালক করণ জোহর। বলিউডের সফল পরিচালক করণ তাঁর স্টারডম যেন সকলকেই ছাপিয়ে যায়। ৯০ এর দশকে 'কুছ কুছ হোতা হ্যায়' থেকে 'কভি খুশি কভি গম' সহ একাধিক ছবি তিনি উপহার দিয়েছেন দর্শককে। অনেক অভিনেতা অভিনেত্রীরা বলিউডে পাও রেখেছেন তাঁর হাত ধরে।
২৫ মে তাঁর জন্মদিনে ৫১ বছর বয়সে পা দেওয়ার পাশাপাশি তিনি তাঁর ক্যারিয়ারে পূরণ করলেন ২৫ বছর। এই উপলক্ষ্যে মুক্তি পেতে চলেছে করণের নতুন ছবি রকি অউর রানি কি প্রেম কাহিনির ফার্স্ট লুক পোস্টার। তবে আপনি কি জানেন? পরিচালক হওয়ার আগে কস্টিউম ডিজাইনার হিসেবে নানান ছবিতে কাজ করেছেন অভিনেতা!
শাহরুখ খান-কাজল অভিনীত সর্বকালের সেরা ছবি 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-তে কস্টিউম ডিজাইনার হিসাবে কাজ করেছিলেন করণ। এই ছবিতে শুধু শাহরুখের কস্টিউম ডিজাইনেরই দায়িত্বে ছিলেন না, সেই সঙ্গে সহ পরিচালক হিসাবেও কাজ করেছেন। এই ছবিতে কাজ করার পর বলিউডের একাধিক হিট ছবির জন্য একজন তে কস্টিউম ডিজাইনার হিসাবে কাজ করেছেন করণ। সেই তালিকায় রয়েছে 'দিল তো পাগল হে', 'ম্যায় হু না', 'ওম শান্তি ওম'-এর মতো ছবিগুলো। উল্লেখ্য, প্রতিটি ছবিটিতেই করণের পছন্দের তারকা শাহরুখের সঙ্গে কাজ করেছেন।