West Bengal

4 days ago

Dilip Ghosh: গাড়ি ঘিরে ধরে ‘গো ব্যাক’ স্লোগান, কোলাঘাটে বিক্ষোভের মুখে দিলীপ

Dilip blocked at Kolaghat, Go back slogan
Dilip blocked at Kolaghat, Go back slogan

 

পূর্ব মেদিনীপুর, ১ মে : কোলাঘাটে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ। তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান কর্মীরা। গাড়ি থেকে নেমে এসে কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দিলীপবাবু। এমনকী, দিলীপের স্ত্রী রিঙ্কু মজুমদারকেও বচসায় জড়িয়ে পড়তে দেখা যায়। দিঘায় বৃহস্পতিবার একটি চা-চক্রের আয়োজন করেন দিলীপ ঘোষ। স্থানীয় বেশ কিছু নেতাকে না জানিয়ে তাঁদের অনুপস্থিতিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের।

দিলীপবাবুর দাবি, ‘পার্টিতে নতুন কিছু লোক এসেছে। তাঁরাই এই বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। পার্টিকে কব্জা করতে চাইছে। পুরোনো কর্মীরা বসে গিয়েছেন। এঁরা যদি যোগ্য কর্মী হতো, তা হলে এই খারাপ ফল হতো কেন?’ জানা গিয়েছে, দিঘার কর্মসূচি সেরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বরদাবাড় গ্রামে একটি চা চক্রে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানে যাওয়া মাত্রই বিজেপির একাংশ স্থানীয় কিছু নেতা-কর্মী দিলীপ ঘোষকে দেখে বিক্ষোভ দেখান, ‘গো ব্যাক’ স্লোগান দেন। অভিযোগ, গতকাল দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার কারণে বিজেপি নেতা-কর্মীরা ক্ষুব্ধ বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।


You might also like!