kolkata

4 hours ago

Indian knowledge system contemporary mass communic:সাংবাদিকতা শিক্ষায় ভারতীয় ঐতিহ্যের পুনরুজ্জীবন সংক্রান্ত আলোচনাসভা আশুতোষ কলেজে

Indian knowledge system contemporary mass communic
Indian knowledge system contemporary mass communic

 

কলকাতা, ৩০ এপ্রিল : গনজ্ঞাপনে ভারতীয় জ্ঞানব্যবস্থার প্রাসঙ্গিকতা নিয়ে আশুতোষ কলেজে "ব্রিজিং ট্র্যাডিশন: ইন্ডিয়ান নলেজ সিস্টেম ইন কনটেম্পরারি মাস কমিউনিকেশন" শীর্ষক আলোচনাসভা আয়োজিত হলো মঙ্গলবার। এই আলোচনাসভার উদ্যোক্তা ছিল আশুতোষ কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ এবং আই.কিউ.এ.সি। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল আধুনিক গণমাধ্যমের প্রেক্ষাপটে ভারতীয় প্রাচীন জ্ঞানতত্ত্বের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা ও বিশ্লেষণ।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গনজ্ঞাপন বিভাগের বিভাগীয় প্রধান ড. প্রমিতি রায়। তিনি বলেন, "প্রাচীন ভারতীয় জ্ঞানব্যবস্থা যেমন নীতিশাস্ত্র, কাব্যশাস্ত্র, সংস্কৃত সাহিত্য ও দর্শন আজকের গণমাধ্যম শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে"।

বক্তব্যের পাশাপশি এদিন ছিল পড়ুয়াদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব। আশুতোষ কলেজের অধ্যক্ষ ড. মানস কবি বলেন, "এমন আলোচনা শিক্ষার্থীদের চিন্তার জগৎ বিস্তৃত করে, ভবিষ্যতে এই ধরনের আরও অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে"।

You might also like!