নয়াদিল্লি, ৩ জুলাই : আফ্রিকার ঘানা সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত তিন দশকে এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী এ দেশে গেলেন। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঘানার রাষ্ট্রপতি জন দ্রামানি মাহামা। দু’জনের বৈঠকও হয়েছে |
প্রধানমন্ত্রী জানান, আমরা বাণিজ্য ও অর্থনৈতিক সংযোগ উন্নত করার উপায় নিয়ে আলোচনা করেছি। ফিনটেক, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা নিয়েও আলোচনা করা হয়েছে। ভারত এবং ঘানা খনিজ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা এবং জ্বালানির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার বিশাল সুযোগ দেখতে পাচ্ছে। সাংস্কৃতিক সংযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়েছে।