নন্দীগ্রাম, ৬ জুলাই : সাত সকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে চাঞ্চল্য। রবিবার সকালে খাল থেকে উদ্ধার হল এক মহিলার দেহ। স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে নন্দীগ্রাম দু’নম্বর ব্লকের মঙ্গলচকের হিজলি টাইডাল ক্যানেলের খালের জলে মহিলার দেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রাই প্রথমে তা দেখতে পান। এর পরে তাঁরা নন্দীগ্রাম থানার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাল থেকে দেহ উদ্ধারের কাজ শুরু করেছে। পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত ওই মহিলার পরিচয় জানা যায়নি।