শিমলা,৩ জুলাই : বর্ষা নামতেই হিমাচল প্রদেশ যেন হাঁপিয়ে উঠেছে প্রকৃতির তাণ্ডবে। বিগত ২৪ ঘণ্টায় পাহাড়ি রাজ্যের উপর দিয়ে বয়ে গিয়েছে প্রবল বৃষ্টির বেগ। শিমলা, মাণ্ডি, কাংড়া, হমিরপুর, সোলান ও সিরমৌর এই ছয় জেলায় জারি হয়েছে বন্যা সতর্কতা। বৃহস্পতিবার হিমাচল আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার গোটা রাজ্যেই ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি রয়েছে। ৫ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত জারি হয়েছে কমলা সতর্কতা। অর্থাৎ একটানা অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
বুধবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজ্যের বহু এলাকা ভিজে একসার। কুল্লুর স্নো গ্যালারির কাছে নদীতে আকস্মিক জলস্তর বৃদ্ধির ফলে মানালি–কেলং রোড বন্ধ হয়ে যায়। রুট পরিবর্তন করে রোহতাং পাস হয়ে চলছে গাড়ি চলাচল। সর্বাধিক বিপর্যস্ত মাণ্ডি জেলা। এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু, ৩৪ জন নিখোঁজ। তল্লাশিতে নেমেছে এনডিআরএফ,এসডিআরএফ ও স্থানীয় প্রশাসন। রাজ্য বিপর্যয় মোকাবিলা কেন্দ্র জানিয়েছে, ২০ জুন থেকে এখনও পর্যন্ত বর্ষাজনিত ঘটনায় মৃত্যু হয়েছে ৬৩ জনের, আহত ১০৯ জন।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৬১টি সড়ক বিপর্যস্ত, যার মধ্যে মাণ্ডিতে ১৮৬টি, কুল্লুতে ৩৭টি ,৫৯৯টি বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল, এর মধ্যে ৫১১টি কেবল মাণ্ডি জেলাতেই ৭৯৭টি পানীয় জল সরবরাহ প্রকল্প বন্ধ, যার মধ্যে মাণ্ডিতে ৫৮০টি, হমিরপুরে ১৪৪টি, কুল্লুতে ৩৩টি। আবহাওয়া দফতরের তরফে সাধারণ মানুষকে নদী-ঝর্না, পাহাড়ি ঢাল, ধসপ্রবণ অঞ্চল থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে অতি প্রয়োজনে ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।