Entertainment

3 days ago

Malayalam Actor Vishnu Prasad: মালয়ালম চলচ্চিত্র জগতে শোক! লিভারের অসুস্থতায় মৃত্যু জনপ্রিয় অভিনেতা বিষ্ণু প্রসাদের

Malayalam Actor Vishnu Prasad
Malayalam Actor Vishnu Prasad

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মালয়ালম চলচ্চিত্র জগতে শোকের ছায়া।  জনপ্রিয় মালায়ালাম চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা বিষ্ণু প্রসাদ বৃহস্পতিবার রাতে লিভারের রোগজনিত জটিলতার কারণে মৃত্য বরণ করেছেন। গুরুতর অবস্থায় লিভার রোগের চিকিৎসাধীন থাকাকালীন তিনি মৃত্যুবরন করলেন। আজ ২রা মে আনুমানিক রাত ১টার দিকে এর্নাকুলামের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামীকাল তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। 

ইতিমধ্যে তাঁর লিভার ট্রান্সপ্ল্যান্ট হওয়ার কথা ছিল। তার মেয়ে তার লিভার দান করতে ইচ্ছুক ছিল, কিন্তু তার পরিবার এবং বন্ধুরা চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে হিমশিম খাচ্ছিলেন। অভিনেতা কিশোর সত্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। কিশোর সত্য লিখেছেন, 'প্রিয় বন্ধুরা, দুঃখের খবর... বিষ্ণু প্রসাদ মারা গেছেন।' কিছুদিন ধরে আমার জ্বরের চিকিৎসা চলছিল। সমবেদনা... আমি প্রার্থনা করি যে পরিবারটি তাঁর মৃত্যু সহ্য করার শক্তি পাক।'  


এর আগে জানা গিয়েছিল যে, অভিনেতার চিকিৎসার জন্য প্রায় ৩০ লক্ষ টাকা খরচ হবে এবং ধারাবাহিক শিল্পীদের সংগঠন এই অভিনেতাকে আর্থিক সহায়তা দিয়েছিল। কিশোর সত্য আগেই বলেছিলেন যে অভিনেতা বিষ্ণু প্রসাদের অসুস্থতার কথা তাঁর বোন তাকে জানিয়েছিলেন এবং তাঁর চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে। কিশোর সত্য কয়েকদিন আগে বলেছিলেন যে যারা সাহায্য করতে পারেন তাঁদের সাহায্য করা উচিত এবং তিনি সিরিয়াল তারকাদের সংগঠন স্পিরিটের কাছ থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করেছিলেন।    

বিষ্ণু প্রসাদ এমন একজন অভিনেতা যিনি চলচ্চিত্র এবং ধারাবাহিকে খলনায়ক চরিত্রে অভিনয় করে দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করেছেন। বিষ্ণু প্রসাদ বিনয়ন পরিচালিত তামিল ছবি কাশি দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক করেন। পরবর্তীতে, তিনি কাই এথাম ডোরাথ, রানওয়ে, ম্যাঙ্গো সিজন, লায়ন, বেন জনসন,  লোকনাথন আইএএস, পাতাকা এবং মারাঠা নাড়ুর মতো ছবিতে কাজ করেন। বিষ্ণু প্রসাদ টিভি ইন্ডাস্ট্রিতে সক্রিয় মুখ ছিলেন তিনি। তার অভিরামি এবং অনানিকা নামে দুটি সন্তান রয়েছে। স্বাভাবিক ভাবেই তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি সহ অনুরাগীমহল।  

You might also like!