
পাটনা, ২ নভেম্বর : কুম্ভমেলাকে ‘অর্থহীন’ বলেছিলেন, অথচ ঘটা করে বাড়িতে হ্যালোইন পালন করছেন? ভোটমুখী বিহারে লালুপ্রসাদ যাদবকে বিঁধল বিজেপি। লালুর মেয়ে রোহিনী একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায়, রোহিনীর সন্তানরা হ্যালোইন কস্টিউমে সেজেছে। তাদের সঙ্গে মেতেছেন দাদু লালুপ্রসাদ। ভোটের বিহারে এই ছবিকে সামনে রেখে সমালোচনা শুরু করেছে বিজেপি। প্রসঙ্গত, লালুপ্রসাদের দু'টি ভিডিয়ো পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটিতে মহাকুম্ভকে 'অর্থহীন' বলতে শোনা গিয়েছে লালুকে। অন্য ভিডিয়োটিতে মেয়ে এবং নাতি-নাতনিদের সঙ্গে তাঁকে 'হ্যালোইন' উদ্যাপন করতে দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে বিজেপির বক্তব্য, লালুপ্রসাদের ব্রিটিশ উৎসব উদযাপনে কোনও আপত্তি নেই। অথচ, কুম্ভ নিয়ে খারাপ মন্তব্য করছেন। বিজেপির দাবি, যারা বিশ্বাসে আঘাত করেন, তারা কখনওই নির্বাচনে জয়লাভ করতে পারবেন না।
