দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার স্বীকার ইন্ডিয়ান আইডল সিজন 12-এর জয়ী পবনদীপ রাজন ৷ উত্তর প্রদেশের আমরোহা জেলার দিল্লি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। ঘটনায় গুরুতর জখম পবনদীপ রাজন ও তাঁর দুই সঙ্গী। দুর্ঘটনার পরপরেই স্থানীয়রা খবর দেন পুলিশে ৷ ঘটনাস্থলে পুলিশ এসে গায়ক-সহ বাকি দুজনকে উদ্ধার করে দিদৌলির হাইওয়ের কাছে অবস্থিত এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করে। খবর পেয়েই হাসপাতালে পৌঁছয় পবনদীপের পরিবার ৷ তবে পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের নয়ডার হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ পবনদীপের হাত এবং পা দুইই দুর্ঘটনায় ভেঙে গিয়েছে বলে খবর ৷ সিও শ্বেতাভ ভাস্কর জানিয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি গাড়িই হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। গাড়ির চালক ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান।
ইতিমধ্যেই সমাজমাধ্যমে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন গায়ক। চোট বেশ গুরুতর। এখনও পর্যন্ত এই নিয়ে পবনদীপের টিম থেকে কোনও অফিসিয়াল মন্তব্য করা হয়নি তবে এই ভিডিও দেখে স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যেও বেড়েছে দুশ্চিন্তা। সকলে প্রার্থনা করছেন, তাঁর দ্রুত সুসরতার। জানা গিয়েছে, রবিবার রাত আড়াইটে নাগাদ উত্তরাখণ্ডের চম্পাওয়াতের সিলেন টকের বাসিন্দা সঙ্গীতশিল্পী পবনদীপ রাজন ও তাঁর বন্ধু অজয় মাহার এবং ড্রাইভার রাহুল সিংকে নিয়ে নয়ডা-দিল্লির উদ্দেশ্যে রওনা হন তাঁরা। গজরাউলায়, হাইওয়েতে আচমকাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে পবনের গাড়ি ৷ দুর্ঘটনায় আহত গায়ক এবং আরও দু'জনকে পুলিশ প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে ৷ গায়ক পবনদীপের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। পুলিশের তরফে জানা গিয়েছে, রবিবার রাতে পবনদীপ তাঁর বন্ধু অজয় মেহরার সঙ্গে বাড়ি থেকে নয়ডা যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন রাহুল সিং । চালক রাহুল সিং ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান পুলিশের।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালে ইন্ডিয়ান আইডলে বিজয়ী হন পবনদীপ। অরুণিতা কাঞ্জিলালকে হারিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নেন তিনি। পাহাড়ি পবনের গানে মুগ্ধ আপামর দেশবাসী। পবনদীপ উত্তরাখণ্ডের ছেলে। প্রথাগত গান শেখেননি তিনি। যদিও গান ছাড়াও বেশ কিছু বাদ্যযন্ত্র বাজাতেও সক্ষম তিনি। অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক শুরু থেকেই। অরুণিতা বাংলার মেয়ে। আর সেই কারণে এই রাজ্যেও পবনর জনপ্রিয়তা রয়েছে। বাংলা গানও গাইতে পারেন পবন। এর আগে জানিয়েছিলেন বাংলায় কাজ করতে আগ্রহী তিনি। দিন কয়েক আগেই জন্মদিন পালন করেছিলেন ধুমধাম করে। এরপরেই এই অঘটন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন আপাতত এই প্রার্থনাই করছেন সকলে। এমনকি পবনদীপ উত্তরাখণ্ডের এক সঙ্গীত পরিবারের সদস্য। তাঁর বাবা সুরেশ রাজনও একজন লোকগায়ক। পবনদীপ প্রায়ই তাঁর জন্মস্থান উত্তরাখণ্ডে সময় কাটান এবং সেখানে বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে গায়ক পবনদীপ রাজনকে তবে তাঁর এই আকস্মিক দুর্ঘটনায় শোকস্তব্ধ সমগ্র অনুরাগীমহল।