
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হিন্দুধর্ম এবং বাস্তুশাস্ত্র মতে ময়ূরের পালক হলো অপার সৌভাগ্যের প্রতীক। স্বয়ং শ্রীকৃষ্ণ যাকে মাথায় স্থান দিয়েছিলেন, সেই পালকের অলৌকিক প্রভাবে দূর হয় সমস্ত নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি।বাস্তু বিশেষজ্ঞরা এই পালককে এক বিশেষ কক্ষে রাখার পরামর্শ দেন। বিশ্বাস করা হয়, এর শুভ প্রভাবে বাড়িতে পজ়িটিভ এনার্জি বা ইতিবাচক শক্তির অবাধ প্রবাহ ঘটে। এর ফলস্বরূপ, পরিবারের আর্থিক পরিস্থিতি মজবুত হয় এবং ঘরে আসে সমৃদ্ধি।তবে বাড়িতে শুধু ময়ূরের পালক রাখলেই হলো না। এটি কোথায় রাখবেন, তা জানাও সমান গুরুত্বপূর্ণ। সঠিক জায়গায় রাখলে তবেই ময়ূরের পালকের শুভ প্রভাব আপনার জীবনে পড়বে। বাস্তুশাস্ত্র অনুসারে এমন কয়েকটি জায়গা আছে, সেখানে ভুলেও ময়ূরের পালক রাখতে নেই। এর ফলে লাভের বদলে উল্টে ক্ষতি হবে আপনার। আর্থিক সমস্যা ও পারিবারিক অশান্তিতে নাজেহাল হতে হবে। জেনে নিন কোথায় ময়ূরের পালক রাখবেন না।
উত্তর-পূর্ব দিক—
ঈশান কোণ বা উত্তর-পূর্ব দিকে ভুলেও ময়ূরের পালক রাখবেন না। এমনিতে উত্তর-পূর্ব দিকে ঈশ্বরের বাস বলে মনে করা হলেও এই দিকে ময়ূরের পালক রাখবেন না। এর ফবে নেগেটিভ এনার্জি বাড়িতে ছড়িয়ে পড়ে। খরচ বাড়ার কারণে আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন। উত্তর দিকে ময়ূরের পালক রাখা যেতে পারে।
ওয়ালেট—
অনেকে ওয়ালেটে ময়ূরের পালক রেখে থাকেন। কিন্তু বাস্তু অনুসারে এই কাজ কখনোই করা উচিত নয়। মনে রাখবেন, ময়ূরের পালক স্বাধীনতা ও ব্যাপ্তির প্রতীক। তাই ওয়ালেটের মতো বদ্ধ স্থানে ময়ূরের পালক রাখবেন না। এর ফলে এর শুভ শক্তি বাধাপ্রাপ্ত হয়। আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।
লকার বা সিন্দুক—
আলমারির লকার বা সিন্দুরের ভেতরেও ময়ূরের পালক রাখবেন না। যেখানে আপনি গয়নাগাটি, বাড়ির দলিল ও অন্য দামী জিনিস রাখেন, সেখানে ময়ূরের পালক রাখা ঠিক নয়। এর ফলে আপনি ঋণের জালে জড়িয়ে পড়তে পারেন। আলমারিতে লকারের বাইরে ময়ূরের পালক রাখতে পারেন।
রান্নাঘর—
রান্নাঘরেও ময়ূরের পালক ভুলেও রাখবেন না। রান্নাঘরের ধোঁয়া, তেল ও উত্তাপ থেকে ময়ূরের পালককে দূরে রাখুন। রান্নাঘরে ময়ূরের পালক রাখলে তা অশুদ্ধ হয়ে যায়, যা নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে।
কোথায় রাখবেন ময়ূরের পালক?
পুজোর ঘরে বা ঠাকুরের আসনের কাছে ময়ূরের পালক রাখা যেতে পারে। মন্দিরে ময়ূরের পালকের তৈরি পাখা দিয়ে ঠাকুরকে বাতাস করার চল আছে। দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম দিক ময়ূরের পালক রাখার জন্য উপযুক্ত।
