Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

West Bengal

15 hours ago

Samik Bhattacharya: তৃণমূল ও দুর্নীতি সমার্থক শব্দ, শমীক ভট্টাচার্য

BJP leader Samik Bhattacharya
BJP leader Samik Bhattacharya

 

দার্জিলিং, ৯ জানুয়ারি : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অফিসের বাইরে তৃণমূল কংগ্রেস সাংসদদের ধর্ণার তীব্র সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, তৃণমূল ও দুর্নীতি সমার্থক শব্দ। শুক্রবার দার্জিলিং-এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, "তৃণমূল নেতারা পশ্চিমবঙ্গের মানুষের সামনে প্রতিবাদ করতে পারবে না, জনগণ তৃণমূলকে চিনে ফেলেছে। তৃণমূল নেতারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলে মানুষ হাসবে। একজন মুখ্যমন্ত্রী ইডি-র তদন্ত চলাকালীন ফাইল ছিনিয়ে নিচ্ছেন, অথচ কোনও রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালানো হয়নি। তৃণমূল নেতারা কয়লা কেলেঙ্কারিতে জড়িত। তৃণমূল এবং দুর্নীতি সমার্থক শব্দ।"

শমীক ভট্টাচার্য আরও বলেন, "পশ্চিমবঙ্গে সংবিধানের কোনও অস্তিত্ব নেই। সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। পশ্চিমবঙ্গ সরকার ক্রমাগত যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অগ্রাহ্য করছে।" শমীক এও বলেন, "সমগ্র দেশ দেখছে। ধর্ণা দিয়ে কী হবে? এটা একটি গণতান্ত্রিক ব্যবস্থা এবং মানুষের প্রতিবাদ করার অধিকার আছে, তাদের তা করতে দিন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এই ধরনের পরিস্থিতিতে পুলিশ ও সিআইডিকে ব্যবহার করে এবং এখন তাদের মনে হচ্ছে দেশে ইডি ও সিবিআইকে একইভাবে ব্যবহার করা হচ্ছে।"

You might also like!