
দার্জিলিং, ৯ জানুয়ারি : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অফিসের বাইরে তৃণমূল কংগ্রেস সাংসদদের ধর্ণার তীব্র সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, তৃণমূল ও দুর্নীতি সমার্থক শব্দ। শুক্রবার দার্জিলিং-এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, "তৃণমূল নেতারা পশ্চিমবঙ্গের মানুষের সামনে প্রতিবাদ করতে পারবে না, জনগণ তৃণমূলকে চিনে ফেলেছে। তৃণমূল নেতারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলে মানুষ হাসবে। একজন মুখ্যমন্ত্রী ইডি-র তদন্ত চলাকালীন ফাইল ছিনিয়ে নিচ্ছেন, অথচ কোনও রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালানো হয়নি। তৃণমূল নেতারা কয়লা কেলেঙ্কারিতে জড়িত। তৃণমূল এবং দুর্নীতি সমার্থক শব্দ।"
শমীক ভট্টাচার্য আরও বলেন, "পশ্চিমবঙ্গে সংবিধানের কোনও অস্তিত্ব নেই। সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। পশ্চিমবঙ্গ সরকার ক্রমাগত যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অগ্রাহ্য করছে।" শমীক এও বলেন, "সমগ্র দেশ দেখছে। ধর্ণা দিয়ে কী হবে? এটা একটি গণতান্ত্রিক ব্যবস্থা এবং মানুষের প্রতিবাদ করার অধিকার আছে, তাদের তা করতে দিন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এই ধরনের পরিস্থিতিতে পুলিশ ও সিআইডিকে ব্যবহার করে এবং এখন তাদের মনে হচ্ছে দেশে ইডি ও সিবিআইকে একইভাবে ব্যবহার করা হচ্ছে।"
