Game

5 hours ago

Orange Cap standings update: বিরাট কোহলিকে টপকে শীর্ষে উঠলেন সাই সুদর্শন

Sai Sudharsan
Sai Sudharsan

 

কলকাতা, ২৯ এপ্রিল : সোমবার রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩৯ রান করার পর সাই সুদর্শন বিরাট কোহলিকে সরিয়ে অরেঞ্জ ক্যাপ স্ট্যান্ডিংয়ের শীর্ষে ফিরে এলেন।অরেঞ্জ ক্যাপের তালিকায় মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব তৃতীয় স্থানে রয়েছেন।

আইপিএল ২০২৫-এর শীর্ষ রান সংগ্রাহকদের তালিকা এখানে দেওয়া হল:

**সাই সুদর্শন (জিটি):

ম্যাচ ৯, রান ৪৫৬, সেরা ৮২

**বিরাট কোহলি(আরসিবি):

ম্যাচ ১০, রান ৪৪৩, সর্বোচ্চ ৭৩*

**সূর্যকুমার যাদব (এমআই) :

ম্যাচ ১০, রান ৪২৭, সর্বোচ্চ ৬৮*

**যশস্বী জয়সওয়াল :(আর আর):

ম্যাচ ১০, রান ৪১৭, সর্বোচ্চ ৭৫

**জস বাটলার (জিটি):

ম্যাচ ৯, রান ৪০৬, সর্বোচ্চ ৯৭*

You might also like!