পূর্ব বর্ধমান, ২ মে : মামার বাড়িতে থেকেই লেখাপড়া। পরীক্ষার সাফল্যে মামাকে সেই সাফল্য উৎসর্গ করল মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে চতুর্থ স্থানাধিকারী মহম্মদ সেলিম। পূর্ব বর্ধমানের নিরোল গ্রামের বাসিন্দা মহম্মদ সেলিম নিরোল উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সাতশোর মধ্যে তার প্রাপ্ত নম্বর ৬৯২। মহম্মদ সেলিম শুক্রবার বলেন, খুবই ভাল লাগছে। যথাসাধ্য ভাল ফলের চেষ্টা করেছিলাম। কিন্তু এতটা ভাল হবে ভাবিনি। গল্পের বই পড়তে ভালোবাসি। সেলিম এও জানান, আপাতত বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে। প্রিয় বিষয় রসায়ন। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে রয়েছে মাধ্যমিকের এই কৃতী মহম্মদ সেলিমের।