দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: একজন বাইশ গজের দুরন্ত ঘোড়া, তো আরেকজন বি টাউনের প্রথম সারির তারকা। পেশাগত ক্ষেত্র আলাদা হলেও দু’জনের জীবনের পথ এক। দুই সন্তান আর দু’জনের প্রেমময় সংসার। যতবার প্রকাশ্যে দেখা গিয়েছে ততবারই তাঁদের অভিব্যক্তি মুগ্ধ করেছে অনুরাগীদের। বারবারই যেন তাঁরা বুঝিয়েছেন, ক্যালেন্ডার যা-ই বলুক না কেন, আসলে তাঁদের জীবনে সবসময়ই প্রেমের মরশুম। সেই বিরাট-অনুষ্কার আচরণে বিরাট বদল। অবনীত কৌরের ছবিতে ‘লাভ’ দেওয়া নিয়ে টানাপোড়েনের জেরে সম্পর্কে ভাটা বিরাট-অনুষ্কার? ভাঙন ধরেছে সাজানো সংসারে? সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া সাম্প্রতিক ভিডিও দেখে যেন রাতের ঘুম উড়েছে অনুরাগীদের।বিরাট দাবি করেন, প্রযুক্তিগত গোলমালের কারণে কোনও ভাবে ছবিতে ‘লাইক’ পড়ে গিয়েছে। এই বিবৃতি দিতেই আরও চর্চা শুরু হয় নেটপাড়ায়।
মজা করে অনুরাগীরা বলেন, “অন্য মহিলার ছবিতে লাইক দেওয়ার জন্য বিরাট কোহলিকে পর্যন্ত ব্যাখ্যা দিতে হয়। আমরা আর কী!” তবে বিষয়টি বিরাট ও অনুষ্কার মধ্যে মশকরায় সীমাবদ্ধ থাকেনি বলেই মনে করছেন তারকাদম্পতির অনুরাগীরা। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নামার সময়ে অনুষ্কার দিকে হাত বাড়িয়ে দেন বিরাট। কিন্তু অনুষ্কা একবারের জন্যও তাকাননি বিরাটের দিকে। এই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন ছবিশিকারিরা। নেটপাড়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই অনুরাগীরা দাবি করেছেন, নির্ঘাত ওঁদের সংসারে অশান্তি শুরু হয়েছে। অথবা অনুষ্কা খুব রেগে গিয়েছেন বিরাটের উপর।
এক নেটাগরিক লিখেছেন, “এ আমি কী দেখছি! বিরাটের হাতটাই ধরল না অনুষ্কা।” আর একজন মজা করে লিখেছেন, “অবনীত কৌরের কাণ্ডের জন্য হয়তো বিরাটের উপর রেগে আছে অনুষ্কা বৌদি।”
Virat Kohli & @AnushkaSharma Seen At Lupa Restaurant In MG Road, Bengaluru.🤍
— virat_kohli_18_club (@KohliSensation) May 6, 2025
.
.
.#Virushka #RCB #IPL25 @imVkohli pic.twitter.com/8e7XcmesUO