Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

West Bengal

2 months ago

Raash Purnima Mela: রাসপূর্ণিমার মেলা উপলক্ষে হাওড়া ডিভিশনে বিশেষ ট্রেন

Special train in Howrah division on the occasion
Special train in Howrah division on the occasion

 

হাওড়া, ৩০ অক্টোবর  : রাসমেলা উপলক্ষে আগামী ৫ এবং ৬ নভেম্বর পূর্ব রেলের হাওড়া ডিভিশনে একজোড়া বিশেষ ট্রেন চলবে। রেল সূত্রে জানা গিয়েছে, আপে ব্যান্ডেল থেকে ওই বিশেষ ট্রেনটি আগামী ৫ এবং ৬ নভেম্বর দুপুর ২টোয় ছাড়বে। কাটোয়ায় পৌঁছবে ৪টে ১০ মিনিটে। ডাউনে ট্রেনটি কাটোয়া থেকে ছাড়বে ৬টা ২০ মিনিটে। ব্যান্ডেলে পৌঁছবে ১০টা ৩০ মিনিটে। প্রতিটি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। যাতে যাত্রীদের কোনও সমস্যা না হয় সে কারণে এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, এবার রাস উৎসব হবে ৫ নভেম্বর। শোভাযাত্রা ৬ নভেম্বর। কৃষ্ণনগরের রাস সুষ্ঠুভাবে পালনের উদ্দেশে নবদ্বীপ থানা এবং কৃষ্ণনগর পুলিশ জেলার ডাকে রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে সমন্বয় সভার আয়োজন করা হয়। তাতে অংশ নেন বিধায়ক, পুরপিতা-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা। ওই বৈঠকে শোভাযাত্রা নিয়ে নানা গুরত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। বৈঠকের সিদ্ধান্ত অবুযায় অংশ নেবে অনুমতিপ্রাপ্ত পুজো কমিটি। প্রতিটি অনুমতিপ্রাপ্ত পুজো কমিটির কাছে থাকবে একটি করে কিউ আর কোড। যাতে কোন রুট দিয়ে যাচ্ছে প্রতিমা তা বোঝা যায়। প্রতিটি পুজো কমিটিকে ৫ জন করে স্বেচ্ছাসেবক দিতে হবে। যাতে অনুষ্ঠানে কোনও সমস্যা না হয়, সেটাই লক্ষ্য প্রশাসনের।

You might also like!