Entertainment

1 day ago

Bhool Chuk Maaf OTT Release: দেশের যুদ্ধকালীন আবহে 'ভুল চুক মাফ' ছবির মুক্তি স্থগিত!

Rajkumar's film 'Bhool Chuk Maaf' is not releasing due to the current situation in the country!
Rajkumar's film 'Bhool Chuk Maaf' is not releasing due to the current situation in the country!

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে পরিচালিত অপারেশন সিন্দুরের প্রভাবে ইতিমধ্যেই দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।  এবার এর প্রভাব বলিউডেও স্পষ্ট।  দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে রাজকুমার রাও এবং ভামিকা গাব্বি অভিনীত 'ভুল চুক মাফ' ছবির মুক্তিও স্থগিত করা হয়েছে।  তবে এই উত্তাল সময়ে ম্যাডক ফিল্ম প্রেক্ষাগৃহে তাঁদের আসন্ন ছবি 'ভুল চুক মাফ' মুক্তি দেওয়ার বদলে ওটিটিতে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 'ভুল চুক মাফ' ছবির জন্য অপেক্ষারত দর্শকদের আর একটু অপেক্ষা করতে হবে। মুক্তির ঠিক একদিন আগে ছবিটির মুক্তি স্থগিত করা হয়েছে। এটি এখন ৯ই মে-র পরিবর্তে ১৬ই মে মুক্তি পাবে। এছাড়াও, প্রেক্ষাগৃহে মুক্তির পরিবর্তে, এটি এখন OTT-তে স্ট্রিম করা যাবে। 

পহেলগাঁওয়ের জঙ্গী হামলার পর থেকেই ভারত জুড়ে বেশ উত্তপ্ত পরিস্থিত। তার মাঝেই ৭ই মে ভোররাতে 'অপারেশন সিঁদুর'-এর মাধ্যমে পাকিস্তানের একাধিক জঙ্গী ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা বাহিনী। গতকাল পাক সেনার গোলাবর্ষণে পুঞ্জে ১৫জন ভারতীয় সাধারন নাগরিক মৃত্যবরন করেছেন। তাছাড়াও ৬ই মে ভারত সরকারের পক্ষ থেকে মক ড্রিল অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতিতে কীভাবে আত্মরক্ষা করা যেতে পারে সেই বিষয়ে প্রশিক্ষণ চালু করার নির্দেশও দেওয়া হয়েছিল। তাই এই যুদ্ধের আবহে ছবি মুক্তির ঠিক একদিন আগে নির্মাতা সংস্থার পক্ষ থেকে এই ডিজিটাল রিলিজের বার্তা ঘোষণা করা হয়েছে।

৮ই মে বৃহস্পতিবার ম্যাডক ফিল্মস একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে লেখা ছিল, ‘সাম্প্রতিক সময় নানা ঘটনা ঘটেছে। তাছাড়াও দেশজুড়ে চলছে মক ড্রিল। এই পরিস্থতিতে আমারা আমদের ছবি ভুল চুক মাফ প্রেক্ষাগৃহের পরিবর্তে ওটিটিতে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ছবিটি ১৬ মে থেকে সরাসরি আপনাদের বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। আমরা অর্থাৎ ম্যাডক ফিল্মস এবং অ্যামাজন এমজিএম স্টুডিয়ো যৌথ ভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছি। ১৬ মে থেকে আপনার আমাদের এই পারিবারিক বিনোদনমূলক ছবি ভুল চুক মাফ শুধুমাত্র প্রাইম ভিডিয়োতে, বিশ্বব্যাপী দেখতে পাবেন। আমরাও আপনাদের মতোই প্রেক্ষাগৃহে এই ছবিটি উদযাপন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, কিন্তু এখন দেশ সবার আগে। জয় হিন্দ।'

রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি অভিনীত 'ভুল চুক মাফ' ছবিটি পরিচালনা করেছেন করণ শর্মা। গল্পটিতে ‘রঞ্জন’-এর চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার। ‘রঞ্জন’ তার বান্ধবী ‘তিতলি’কে বিয়ে করতে গিয়ে যতক্ষণ অদ্ভুত ভাবে টাইম লুপে আটকা পড়েন, বার বার তাঁর গায়ে হলুদের সকাল ফিরে ফিরে আসে। ছবিতে ‘তিতলি’র ভূমিকায় রয়েছেন ওয়ামিকা। ম্যাডক ফিল্মস প্রযোজিত এই ছবিতে তাঁরা ছাড়াও রয়েছেন সীমা পাহওয়া, সঞ্জয় মিশ্র এবং রঘুবীর যাদব।

You might also like!