Entertainment

1 year ago

Ustad Rashid Khan: ব্রেন স্ট্রোকে আক্রান্ত উস্তাদ রশিদ খান , কেমন আছেন শিল্পী?

Ustad Rashid Khan (File Picture)
Ustad Rashid Khan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃঅসুস্থ উস্তাদ রশিদ খান। বৃহস্পতিবার সকাল থেকেই এই খবর ছড়িয়ে পড়ে। একাধিক সংবাদমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ব্রেন স্ট্রোকে হয়েছে শিল্পীর। কলকাতার একটি নামকরা বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন উস্তাদ রশিদ খান। উচ্চ রক্তচাপ রয়েছে শিল্পীর। শোনা যাচ্ছে,  অনেক দিন ধরেই নাকি ঠিক মতো খাওয়াদাওয়া করতে পারছেন না তিনি। রাইলস টিউবে খাওয়ানো হচ্ছে তাঁকে। 

রশিদ খানের প্রস্টেট ক্যান্সার রয়েছে। গত কয়েক বছর ধরেই ক্যান্সারে ভুগছেন এই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। শুরুতে মুম্বইয়ের একটি নামী ক্যান্সার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে সেখান থেকে কলকাতায় আসেন। এরপর মাঝে মধ্যেই অসুস্থতার কথা শোনা যায় তাঁর। তবে সুস্থ হচ্ছিলেন ধীরে ধীরে। 

প্রসঙ্গত, উস্তাদ রশিদ খানের জন্ম উত্তরপ্রদেশের বাদাউনে। ছোটবেলা থেকেই তিনি বেড়ে উঠেছে সঙ্গীত পরিবারে। উস্তাদ গুলাম মুস্তাফা খানের ভাইপো তিনি। কাকাই প্রথম শিল্পীকে মুম্বই নিয়ে যান। সেখানেই গানের তালিম নেন। এরপর উস্তাদ নিসার হুসেন খানের কাছে বাড়িতেই গানের তালিম নেন। 

শাস্ত্রীয় সঙ্গীতে তাঁর বিপুল পরিচিতি। যদিও এর পাশাপাশি একাধিক ছবির গান গেয়েছেন তিনি। 'যব উই মেট', 'কিসনা', 'হাম দিল দে চুকে সনম', 'মাই নেম ইজ খান', 'রাজ ৩'-র মতো বলিউড ছবির পাশাপাশি 'মিতিন মাসি', 'বাপি বাড়ি যা', 'কাদম্বরী'-র মতো বাংলা ছবিতেও রয়েছে তাঁর গান।  

You might also like!