নয়াদিল্লি, ২ অক্টোবর : জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বুধবার সকালে দিল্লিতে স্বচ্ছ ভারত অভিযানে অংশ নেন নাড্ডা, পরিচ্ছন্নতা কর্মসূচিতে যোগ দেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা, বিজেপি সাংসদ বাশুরি স্বরাজ প্রমুখ।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা এদিন স্বচ্ছতার ওপর জোর দিয়ে বলেছেন, "মহাত্মা গান্ধী পরিষ্কার-পরিচ্ছন্নতার আহ্বান জানিয়েছিলেন। পরিচ্ছন্নতার এই চেতনাকে আমাদের প্রধানমন্ত্রী একটি গণআন্দোলনে পরিণত করেছেন। সাধারণ নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা তৈরি করা উচিত...প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে গত কয়েক বছর ধরে এমনটাই চলছে.ল।"