নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর : সংসদ ভবনে ২০০১ সালের সন্ত্রাসী হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একইসঙ্গে জোর দিয়ে রাষ্ট্রপতি মুর্মু জানিয়েছেন, সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে ভারত ঐক্যবদ্ধ। ২০০১ সালের ১৩ ডিসেম্বর জঙ্গি হামলা হয়েছিল সংসদে। পাঁচ সশস্ত্র জঙ্গি ঢুকে পড়েছিল সংসদ ভবনের ভিতরে। তাদের গুলিতে মৃত্যু হয়েছিল এক সাধারণ নাগরিক-সহ মোট ৭ জনের। পরে অবশ্য মারা যায় ওই পাঁচ জঙ্গিও।
শুক্রবার সেই সন্ত্রাসী হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন রাষ্ট্রপতি মুর্মু। তিনি এক্স মাধ্যমে জানিয়েছেন, "২০০১ সালের এই দিনে আমাদের সংসদকে রক্ষা করার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, সেই সাহসীদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই। তাঁদের সাহস এবং নিঃস্বার্থ সেবা আমাদের অনুপ্রাণিত করে। দেশ তাঁদের এবং তাঁদের পরিবারের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। এই দিনে, আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতের অটল সংকল্প পুনর্ব্যক্ত করছি। সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে আমাদের দেশ ঐক্যবদ্ধ।"