Country

4 days ago

S.M. Krishna’s funeral: বুধে শেষকৃত্য এস এম কৃষ্ণর, শ্রদ্ধাঞ্জলি বহু বিশিষ্ট ব্যক্তির

S.M. Krishna
S.M. Krishna

 

বেঙ্গালুরু, ১১ ডিসেম্বর : বুধবার কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এস এম কৃষ্ণের জন্মস্থান মাদ্দুরে তাঁর শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। বুধবার সকালে তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন শ্রী আদিচুঞ্চনগিরি মঠের নির্মলানন্দনাথ স্বামী। এছাড়া এদিন সকালে তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, বিজেপি নেতা সি এন অশ্বথ নারায়ণ প্রমুখ।

উল্লেখ্য, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এস এম কৃষ্ণ প্রয়াত হয়েছেন মঙ্গলবার ভোররাত ২.৪৫ মিনিট নাগাদ। বেঙ্গালুরুতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘ দিন তিনি অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। ১৯৯৯ সালের ১১ অক্টোবর থেকে ২০০৪ সালের ২০ মে পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন এস এম কৃষ্ণ। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর মেয়াদের পর, তিনি মহারাষ্ট্রের রাজ্যপালও হয়েছিলেন। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন এস এম কৃষ্ণ।


You might also like!