নয়াদিল্লি, ৯ ডিসেম্বর : ই-মেল মারফত বোমার হুমকি পেল দিল্লির ৪০টিরও বেশি স্কুল। এই হুমকির প্রেক্ষিতে স্কুলগুলিতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। সোমবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লির দু'টি স্কুল প্রথমে ই-মেলের মাধ্যমে বোমার হুমকি পায়। একটি আর কে পুরমে এবং আরেকটি পশ্চিম বিহারে। স্কুল প্রশাসন শিশুদের বাড়িতে ফেরত পাঠিয়ে দেয়।
এদিন সকালে ই-মেলের মাধ্যমে বোমার হুমকি পায় আর কে পুরমের ডিপিএস স্কুল। এছাড়াও পশ্চিম বিহারের জি ডি গোয়েঙ্কা পাবলিক স্কুলও বোমার হুমকি পায়। দুই স্কুলের নিরাপত্তা বাড়ানো হয়। এরপরই মাদার মেরি স্কুল, ব্রিটিশ স্কুল, সালওয়ান পাবলিক স্কুল, কেমব্রিজ স্কুল-সহ দিল্লির বেশ কয়েকটি স্কুল ই-মেলের মাধ্যমে বোমার হুমকি পেয়েছে। সবমিলিয়ে দিল্লির প্রায় ৪০টি স্কুল একদিন সকালে বোমার হুমকি পেয়েছে।