Country

2 years ago

Puskar Singh Dhami : ''দুন কানেক্ট'' ইলেকট্রিক বাসের সূচনা করলেন পুষ্কর, বললেন যাতায়াতে সুবিধা হবে মানুষের

Puskar Singh Dhami
Puskar Singh Dhami

 

দেহরাদূন, ৪ ডিসেম্বর: স্মার্ট সিটি মিশনের অধীনে ''দুন কানেক্ট'' ইলেকট্রিক বাসের সূচনা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। রবিবার দেহরাদূনের মুখ্যমন্ত্রী ক্যাম্প অফিস থেকে সবুজ পতাকা নেড়ে ''দুন কানেক্ট'' ইলেকট্রিক বাসের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

উদ্বোধনের পর ক্যাম্প অফিস থেকে ঘন্টাঘর পর্যন্ত বাসে যাত্রাও করেছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী ধামি বলেছেন, ২০টি বৈদ্যুতিক বাস ইতিমধ্যেই চলছিল এবং আজ অতিরিক্ত ১০টি বাসের সূচনা করা হয়েছে। এক স্থান থেকে অন্য স্থানে সহজে চলাচলে সহায়তা করবে বাসগুলি। এই বাসগুলি পরিবেশের জন্যও সহায়ক।

You might also like!