Country

11 hours ago

Gurugram Fire: গুরুগ্রামে প্লাস্টিক রিসাইক্লিং কোম্পানির গুদামে আগুন, হতাহতের খবর নেই

Gurugram Fire
Gurugram Fire

 

গুরুগ্রাম, ২০ ডিসেম্বর : হরিয়ানার গুরুগ্রামে ভয়াবহ আগুন লাগল একটি প্লাস্টিক রিসাইক্লিং কোম্পানির গুদামে। শুক্রবার ভোররাতে গুরুগ্রামের কাদিপুর শিল্পাঞ্চলে একটি প্লাস্টিক রিসাইক্লিং কোম্পানির গুদামে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে গুদামটি। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।

দমকল অফিসার জসপাল গুলিয়া বলেছেন, ভোর ৪টে নাগাদ আমরা খবর পাই, কাদিপুর শিল্পাঞ্চল এলাকায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে, ঘটনাস্থলে দমকলের ১৫-২০টি ইঞ্জিন রয়েছে। আগুনে কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

You might also like!