Country

11 hours ago

Jaipur: একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষে জ্বলল আগুন, জয়পুরে দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের

Death in a terrible accident in Jaipur, Rajasthan
Death in a terrible accident in Jaipur, Rajasthan

 

জয়পুর, ২০ ডিসেম্বর : রাজস্থানের জয়পুরে ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে জয়পুরের ভানক্রোটা এলাকায়। লরি ও ট্রাক-সহ একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষের পর আগুন ধরে যায়।এসএমসি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ দীপক মাহেশ্বরী বলেছেন, ৪ জনের মৃত্যু হয়েছে এবং ২৪-২৫ জনকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। বহু মানুষ আহত হয়েছেন।রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং খিমসার বলেছেন, "আমাদের বার্ন ওয়ার্ডে প্রায় ৫টি শয্যা অবশিষ্ট রয়েছে। আমরা ৪০ শয্যার আরেকটি ওয়ার্ড প্রস্তুত করেছি। পুলিশ এবং প্রশাসনের দল সেখানে সক্রিয় রয়েছে। ট্র্যাফিক করিডোর সম্পূর্ণরূপে উন্মুক্ত করা হয়েছে। এলপিজি কন্টেনারে বিস্ফোরণ ভয়াবহ ছিল।"

You might also like!