Country

10 months ago

Punjab farmer protest :পঞ্জাবের কৃষকদের দিল্লিতে যাত্রার সময় সম্পত্তির ক্ষতি হলে ক্ষতিপূরণের দাবিতে ভিডিও চালু

Punjab farmer protest
Punjab farmer protest

 

চন্ডিগড়, ১৩ ফেব্রুয়ারি : পঞ্জাবের কৃষকদের দিল্লিতে যাত্রার সময় সম্পত্তির কোনওরকম ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ মেটাতে হবে। সেই দাবিতে মঙ্গলবার সকাল থেকেই হরিয়ানার পঞ্জাব সীমান্তে ভিডিও করা শুরু হয়েছে।

হরিয়ানা সরকার স্পষ্ট করে দিয়েছে যে পঞ্জাবের কৃষকদের দিল্লিতে যাত্রার সময় সম্পত্তির কোনওরকম ক্ষতি হলে যারা সেটি করেছে তাদের কাছ থেকেই সেই ক্ষতিপূরণ দিতে হবে। হরিয়ানা সরকারের তরফ থেকে সোমবার গভীর রাতে এই নির্দেশ জারি করার পর মঙ্গলবার সকালে হরিয়ানার পঞ্জাব সীমান্তে ভিডিওগ্রাফি শুরু হয়েছে।

হরিয়ানার অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) টিভিএসএন প্রসাদ সোমবার রাতে সিভিল এবং পুলিশ প্রশাসনকে জারি করা একটি নির্দেশে বলেছেন যে, “হরিয়ানা রিকভারি অফ ড্যামেজেস টু প্রপার্টি ডিস্টার্বেন্স টু পাবলিক অর্ডার অ্যাক্ট ২০২১”- এর অধীনে যদি হরিয়ানার কোনও মানুষের সম্পত্তির ক্ষতি হয় তাহলে সেই ক্ষতিপূরণ দিতে হবে।


You might also like!