মুম্বই, ১৩ ডিসেম্বর : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-কে উড়িয়ে দেওয়ার হুমকিকে ঘিরে শোরগোল তৈরি হল। এই হুমকির প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ান ভাষায় একটি হুমকি মেইল এসেছে। হুমকি দেওয়া হয় আরবিআই-কে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে।
শুক্রবার সকালে মুম্বই পুলিশ জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে একটি হুমকিমূলক ই-মেইল এসেছে। ই-মেইলটি রাশিয়ান ভাষায় এসেছে, ব্যাঙ্ক উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মাতা রমাবাই মার্গ (এমআরএ মার্গ) থানায় অজ্ঞাত অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।