Country

6 days ago

Rajya Sabha bypolls: ২০ ডিসেম্বর রাজ্যসভা উপনির্বাচন, তিনটি রাজ্যে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

BJP candidates Name
BJP candidates Name

 

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর : রাজ্যসভার ৬টি খালি আসনে ভোট হবে আগামী ২০ ডিসেম্বর, ওই দিনই ফল ঘোষণা হবে। সোমবার রাজ্যসভা উপনির্বাচনের জন্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করল বিজেপি। এদিন অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা ও ওড়িশা থেকে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। অন্ধ্রপ্রদেশে প্রার্থী করা হয়েছে রায়াগা কৃষ্ণাইয়াকে, হরিয়ানার প্রার্থী রেখা শর্মা এবং ওড়িশার প্রার্থী সুজিত কুমার।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ থেকে জহর সরকার ইস্তফা দেওয়ায় রাজ্যসভার একটি আসন খালি হয়ে পড়ে, এছাড়াও অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙ্কটারমনা রাও মোপিদেবী ও বি এম রাও যাদব ইস্তফা দিয়েছিলেন, ওডিশা থেকে ইস্তফা দিয়েছিলেন সুজিত কুমার এবং হরিয়ানা থেকে ইস্তফা দিয়েছিলেন কিশান লাল পানওয়ার।

You might also like!