Country

6 days ago

Delhi : দিল্লিতে পারদ-পতন ৮ ডিগ্রিতে, বৃষ্টির পরও কমল না দূষণ

Mercury falls at 8 degrees in Delhi, pollution not reduced despite rains
Mercury falls at 8 degrees in Delhi, pollution not reduced despite rains

 

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর : শীতের দাপট ক্রমেই বাড়ছে রাজধানী দিল্লিতে। সোমবার সকালে দিল্লিতে তাপমাত্রা নামল ৮ ডিগ্রি সেলসিয়াসে, পারদ-পতন হতেই কনকনে ঠান্ডাও অনুভূত হচ্ছে। তবে, দূষণ এখনও পুরোপুরি কাটেনি। রবিবার সন্ধ্যায় হালকা বৃষ্টি হয়েছিল দিল্লিতে, আশা করা হচ্ছিল দূষণ কিছুটা কমবে।

কিন্তু, দিল্লির আবহাওয়ার অবস্থা একইরকম। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকালে দিল্লির বাতাসের গুণমান 'মন্দ' পর্যায়ে ছিল। দিল্লির ইন্ডিয়া গেটের আশেপাশের এলাকা এদিন সকালে ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল।


You might also like!