নয়াদিল্লি, ১১ ডিসেম্বর : বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট তামিল কবি ও স্বাধীনতা সংগ্রামী সুব্রহ্মণ্যম ভারতীর রচনা সমগ্রর সংকলন প্রকাশ করবেন। বুধবার দুপুর ১টায় এই অনুষ্ঠানটি ৭ লোককল্যাণ মার্গে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সুব্রহ্মণ্যম ভারতীর রচনা মানুষকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করেছিল। ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যকে তিনি সহজ ভাষায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। ২৩ খন্ডে সম্পূর্ণ এই সংগ্রহটি সম্পাদনা করেছেন সিনি বিশ্বনাথন। এই সংকলনে সুব্রহ্মণ্যম ভারতীর চিন্তাভাবনা সম্পর্কে বিভিন্ন ব্যক্তির লেখাও সঙ্কলিত হয়েছে।