Country

3 months ago

Snake Bite: যুবকের মুখের সামনে বিষধর কোবরা! রিল বানাতে গিয়ে সাপের ছোবলে গেল প্রাণ

Snake Bite (Symbolic Picture)
Snake Bite (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  রিল বানানো এখন এক শ্রেণীর মানুষের কাছে নেশায় পরিণত হয়েছে। আর সেই কারণেই জীবনের ঝুঁকি নিতেও পিছুপা হন না তারা। তার পরিনাম কখনো কখনো হয় মারাত্মক। এমনই এক ঘটনা ঘটেছে তেলেঙ্গানায়। তেলঙ্গানার কামারেড্ডি জেলার দেশাইপেট গ্রামের বাসিন্দা শিবরাজ। তাঁর বাবা ও শিবরাজের সাপ ধরাই জীবিকা বলে জানা গিয়েছে।

ঘটনার দিন স্থানীয় জঙ্গল থেকে একটি কোবরা ধরেন তাঁরা। আর সেই জীবিকা নিয়ে রীল বানাতে গিয়েই মৃত্যু হলো শিবজারের। ভাইরাল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, জঙ্গলে ভরা রাস্তা। মাঝে হাতজোড় করে দাঁড়িয়ে এক যুবক। মুখে কোবরা। ছাড়া পেতে নড়াচড়া করছে সাপটি। পাশে দাঁড়িয়ে আরও এক যুবক। ভিডিও করছেন একজন। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এমন ভয়ানক ভিডিও দেখে স্তম্ভিত নাগরিক মহল।

সূত্র মাধ্যমে জানা গেছে, শিবরাজের বাবাই তাঁকে মুখে সাপটিকে নিয়ে দাঁড়াতে বলেন ও ভিডিও করেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, শিবরাজ মুখে কোবরা নিয়ে নিজের চুল ঠিক করছেন। কখনও নমস্কার করার ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। সাপটিকে মুখের ভিতরেই নড়তে দেখা যায়। কখন সাপটি তাঁর মুখে কামড়ে দেন তা বুঝতে পারেনি কেউ। ওই অবস্থায় কোনো এক সময় সপতি তাকে কামড়ে দেয়। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

You might also like!