শ্রীনগর, ১৪ ডিসেম্বর : কনকনে ঠান্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকা। শৈত্যপ্রবাহে জবুথবু অবস্থা শ্রীনগর, গুলমার্গ ও সোনমার্গ-সহ কাশ্মীরের নানা প্রান্তে। সর্বত্রই হিমাঙ্কের নীচে তাপমাত্রা। জোজিলা পাসেও ব্যাপক ঠান্ডা। আপাতত শীত থেকেই রেহাই পাবে না ভূস্বর্গ, উল্টে শীত আরও বাড়তে পারে।
জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। উপত্যকায় আগামী কিছু দিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে। কোথাও কোথাও শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।