Game

2 days ago

West Indies: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোয়াইটওয়াশ বাংলাদেশ

West Indies
West Indies

 

সেন্ট কিটস, ১৩ ডিসেম্বর  : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াতে চেয়েছিল বাংলাদেশl ৩২১ রানের বড় পুঁজি নিয়েও হোয়াইটওয়াশ হল তাঁরা। বাংলাদেশ জিততে পারলো না অভিষেক ম্যাচে আমির জাঙ্গুর অপরাজিত ১০৪ রানের অপরাজিত সেঞ্চুরির জন্য l এরপরে ফলে তৃতীয় ও শেষ ম্যাচে ৪ উইকেটের ব্যবধানে হেরেছে লাল সবুজরা।

সেন্ট কিটসে বৃহস্পতিবার রানে ৩২২ রান তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ক্যারিবিয়রা। জাঙ্গুর অপরাজিত শতক ছাড়াও ক্যারিবিয়ানদের হয়ে ৯৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কেসি কার্টি। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন রিশাদ হোসেন। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪ ফিফটির ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২১ রান করে বাংলাদেশ। ৮৪ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৭৭ রান করেন মেহেদী হাসান মিরাজ। ৭৩ রান করেন সৌম্য সরকার, এছাড়া ৬২ রানে অপরাজিত থাকেন জাকের আলী অনিক। ক্যারিবিয়দের পক্ষে ৪৩ রান করে সর্বোচ্চ ২ উইকেট নেন আলজারি জোসেফ।

You might also like!