ঝাজ্জর, ৫ অক্টোবর : জীবনে প্রথমবার গণতন্ত্রের উৎসবে শামিল হয়েছেন প্যারিস অলিম্পিকে পদক জয়ী মনু ভাকের। শনিবার সকালে হরিয়ানার ঝাজ্জরের একটি পোলিং বুথে গিয়ে বাবা-মায়ের সঙ্গে নিজের ভোট দিয়েছেন প্যারিস অলিম্পিক পদক জয়ী মনু ভাকের। গণতন্ত্রের বৃহত্তম উৎসবে শামিল হয়ে নিজের আনন্দ ব্যক্ত করেছেন মনু। প্যারিস অলিম্পিকে দেশকে গর্বিত করা মনু ভোট দেওয়ার পর বলেছেন, "দেশের যুবসমাজ হওয়ায় যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া আমাদের দায়িত্ব। ছোট পদক্ষেপ বড় লক্ষ্যে নিয়ে যায়, আমি এই প্রথমবার ভোট দিলাম।