নয়াদিল্লি, ৭ অক্টোবর : জমির বিনিমিয়ে চাকরি মামলায় জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। লালু ছাড়াও তাঁর দুই ছেলে তেজস্বী যাদব ও তেজপ্রতাপ যাদবও জামিন পেয়েছেন। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত লালু, তেজস্বী ও তেজপ্রতাপকে ১ লক্ষ টাকার পৃথক বন্ডে জামিন প্রদান করেছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৫ অক্টোবর।
জমির বিনিমিয়ে চাকরি মামলায় সোমবার সকালে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দেন লালু, তাঁর দুই ছেলে তেজস্বী ও তেজপ্রতাপ যাদব। লালুর মেয়ে মিসা ভারতীও তাঁদের সঙ্গে ছিলেন। আদালতে জামিনের আবেদন জানালে, তাঁদের আবেদন মঞ্জুর হয়। এবার পরবর্তী শুনানি হবে আগামী ২৫ অক্টোবর।