নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর : গুজরাট ও মহারাষ্ট্ৰে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। বৃষ্টির দুর্যোগ চলবে পূর্ব রাজস্থানেও। আগামী দু'দিনের জন্য গুজরাট, মহারাষ্ট্র ও পূর্ব রাজস্থানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আইএমডি পূর্বাভাসে জানিয়েছে, কোঙ্কন ও গোয়ায় আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিন উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং ওডিশায় ভারী বৃষ্টিপাত হবে। দেশের আবহাওয়া দফতর আরও জানিয়েছে, পশ্চিম মধ্যপ্রদেশ, সৌরাষ্ট্র, কচ্ছ, উত্তরাখণ্ড, পূর্ব উত্তর প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিম রাজস্থানেও আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টি প্রত্যাশিত। আগামী কিছু দিন বৃষ্টি হবে ছত্তিশগড়েও। দিল্লি-এনসিআর-এও বৃষ্টিপাত চলবে।