কলকাতা, ১২ জানুয়ারি : জন্মজয়ন্তীতে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জোর দিয়ে বলেছেন, স্বামী বিবেকানন্দের মূল্যবোধ অনুসরণ করে আমাদের এগিয়ে যেতে হবে। স্বামী বিবেকানন্দের ১৬৩-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রবিবার সকালে মিছিল করে কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজীর পৈতৃক বাড়িতে যান শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ প্রমুখ। হাতে গেরুয়া পতাকা নিয়ে মিছিলে পা মেলান শুভেন্দু-সহ বহু মানুষ।
বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, "এই দিনটি সমগ্র দেশে, বিশেষ করে বাংলায় পালিত হচ্ছে। স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে সবাই বলছে, আমাদের গর্ব করে বলা উচিত যে আমরা হিন্দু। স্বামী বিবেকানন্দের মূল্যবোধ অনুসরণ করে আমাদের এগিয়ে যেতে হবে।"