Country

3 hours ago

Fire in a chemical factory: গ্রেটার নয়ডায় রাসায়নিক কারখানায় আগুন, হতাহতের খবর নেই

Fire in a chemical factory (Symbolic picture)
Fire in a chemical factory (Symbolic picture)

 

গ্রেটার নয়ডা, ১২ জানুয়ারি : উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় ভয়াবহ আগুন লাগল একটি রাসায়নিক কারখানায়। রবিবার ভোররাতে বদলাপুর থানা এলাকায় একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন ভয়াবহ রূপ নেওয়ায় নেভাতে অনেকটাই সময় লেগে যায়। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।ডিসিপি সেন্ট্রাল নয়ডা শক্তি মোহন অবস্থি বলেছেন, রবিবার ভোররাত ৩.৩৫ মিনিট নাগাদ নয়ডা পুলিশ খবর পায়, বদলাপুর থানা এলাকায় অস্থির শ্রী বাঁকে বিহারী এরোমেটিক্স নামক রাসায়নিক কারখানায় আগুন লেগেছে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। আগুন নিভিয়ে ফেলা হয়েছে। হতাহতের কোনও খবর নেই।


You might also like!