Life Style News

2 days ago

Black Coffee: ব্ল্যাক কফিতে কী মিশিয়ে খেলে চাঙ্গা থাকবেন আপনি? জেনে নিন!

Black Coffee (Symbolic picture)
Black Coffee (Symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দুধ-চিনির পরিবর্তে শুধুমাত্র চিনি ছাড়া ব্ল্যাক কফি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। পাশাপাশি ওয়ার্ক আউট শুরু করার ৪৫ থেকে ৬০ মিনিট আগে ব্ল্যাক কফিতে সামান্য নুন মিশিয়ে খেতে পারলে আপনি সবচেয়ে বেশি উপকার পাবেন। 

এক চিমটে লবণ যুক্ত কফি খেলে কি কি উপকার পাবেন দেখে নিন -

১) ওয়ার্ক আউটের আগে ব্ল্যাক কফিতে এক চিমটে নুন দিয়ে খেলে সহজে আপনার পেশীতে টান ধরবে না। সাধারণত ওয়ার্ক আউট করার সময় সবার আগে আমাদের পেশীতেই টান, চোট-আঘাত লাগে। সেই সম্ভাবনা কমিয়ে দেবে সামান্য লবণ মেশানো ব্ল্যাক কফি। 

২) ব্ল্যাক কফিতে এক চিমটে লবণ মিশিয়ে ওয়ার্ক আউটের খেতে পারলে দীর্ঘক্ষণ আপনার শরীর হাইড্রেটেড থাকবে। শরীরচর্চার সময় শরীর থেকে ঘামের সঙ্গে জলও বেরিয়ে যায়। এর ফলে শরীরে যাতে জলের ঘাটতি না হয়, তার জন্যই সামান্য নুন মেশানো ব্ল্যাক কফি ওয়ার্ক আউট শুরুর আগে খেয়ে নিন।

৩) প্রথম সামান্য নুন দিয়ে ব্ল্যাক কফ খেলে তিতকুটে ভাব কিছুটা কমবে। সেই সঙ্গে শরীরে বজায় থাকবে ইলেকট্রোলাইটসের ভারসাম্য। ওয়ার্ক আউট করার সময় আমরা ঘেমে যায়। শরীর থেকে ঘামের সঙ্গে ইলেকট্রোলাইটস বা সহজ ভাষায় নুন বেরিয়ে যায়। যাতে ভারসাম্য নষ্ট না হয় সেই জন্য সামান্য নুন মিশিয়ে ব্ল্যাক কফি বানিয়ে শরীরচর্চা শুরুর আগে খেয়ে নিন। 

৪) ওয়ার্ক আউট করতে করতে অনেকসময়েই আমরা একটু ঝিমিয়ে যাই। ক্লান্ত হয়ে পড়ি। মনঃসংযোগের অভাব হয়। ওয়ার্ক আউট শুরুর আগে সামান্য নুন মেশানো ব্ল্যাক কফি খেলে উল্লিখিত সমস্যাগুলি দেখা দেবে না আপনার শরীরে। 

৫) ব্ল্যাক কফিতে এক চিমটে লবণ মিশিয়ে ওয়ার্ক আউটের খেতে পারলে দীর্ঘক্ষণ আপনার শরীর হাইড্রেটেড থাকবে। শরীরচর্চার সময় শরীর থেকে ঘামের সঙ্গে জলও বেরিয়ে যায়। এর ফলে শরীরে যাতে জলের ঘাটতি না হয়, তার জন্যই সামান্য নুন মেশানো ব্ল্যাক কফি ওয়ার্ক আউট শুরুর আগে খেয়ে নিন। 

ওয়ার্ক আউট করতে করতে অনেক সময়েই আমরা একটু ঝিমিয়ে যাই। ক্লান্ত হয়ে পড়ি। মনঃসংযোগের অভাব হয়। ওয়ার্ক আউট শুরুর আগে সামান্য নুন মেশানো ব্ল্যাক কফি খেলে এগুলি হবে না।

You might also like!