Country

3 months ago

Assam earthquake news:ঘন ঘন ভূমিকম্পে কাঁপছে উত্তর-পূর্বাঞ্চলের ধরিত্রী, এবার ২.৮ মাত্রার কম্পন অসমে

Northeast India earthquakes,
Northeast India earthquakes,

 

গুয়াহাটি, ১৪ আগস্ট (হি.স.) : ঘন ঘন ভূমিকম্পে কাঁপছে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের ধরিত্রী। এবার ২.৮ রিখটার স্কেলের কম্পন অনুভূত হয়েছে অসমের ধুবড়ি, দক্ষিণ শালমারা-মানকাচর, বঙাইগাঁও, কোকরাঝাড় জেলা সহ সংলগ্ন এলাকায়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি তাদের এক্স হ্যান্ডলে এ তথ্য দিয়ে জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোররাত ০১টা ০১ মিনিট ১৮ সেকেন্ডে অসমের ধুবড়ি, দক্ষিণ শালমারা-মানকাচর, বঙাইগাঁও, কোকরাঝাড় জেলায় ২.৮ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ধুবড়ির ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে ২৬.২৮° উত্তর অক্ষাংশ এবং ৮৯.৪৭° পূর্বে।

এখানে উল্লেখ করা যেতে পারে, চলতি আগস্টে ১২ বার ভূমিকম্পে কেঁপেছে উত্তর-পূৰ্বাঞ্চলের তিন রাজ্য অসম, অরুণাচল প্রদেশ এবং মণিপুর। গত ১১ আগস্ট মধ্যাহ্ন ১২টা ০৮ মিনিট ৩৭ সেকেন্ডে অসমের কারবি আংলং জেলায় ৩.১ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল জেলার ভূপৃষ্ঠের ০৫ কিমি গভীরে ২৫.৮৬° উত্তর অক্ষাংশ এবং ৯৩.৪২° পূর্বে। অনুরূপভাবে ভোর ০৫টা ৪৭ মিনিট ৩৩ সেকেন্ডে অরুণাচল প্রদেশের ক্রা দাদি অঞ্চল কেঁপেছে ২.৮ প্রাবল্যের ভূমিকম্পে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ক্রা দাদির ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে ২৭.৬৬° উত্তর অক্ষাংশ এবং ৯৩.৭১° পূর্বে।

এছাড়া ১০ আগস্ট রাত ০৭টা ৫৫ মিনিট ১৭ সেকেন্ডে ২.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে অসমের নলবাড়ি জেলায়। ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল নলবাড়ি জেলার ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে ২৬.২২° উত্তর অক্ষাংশ এবং ৯১.৩০° পূর্বে।

তাছাড়া ওইদিন ১০ আগস্ট বেলা ০২টা ১৬ মিনিট ২০ সেকেন্ডে মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভূমিকম্প সংঘটিত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ধরা পড়েছে ৩.৪। অন্যদিকে ৯ আগস্ট রাত ০৮টা ৪০ মিনিট ৫৪ সেকেন্ডে অসমের শোণিতপুর জেলা কেঁপেছে ২.৯ প্ৰাবল্যের ভূমিকম্পে।

অনুরূপভাবে ৯ আগস্টই অরুণাচল প্রদেশের দিবাংভ্যালিতে ভোর ০৪টা ৫২ মিনিট ০৩ সেকেন্ডে ৩.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ৭ আগস্ট রাত ০৯টা ২৫ মিনিট ৩৪ সেকেন্ডে নগাঁও জেলা কেঁপেছে ৩.৮ প্ৰাবল্যের ভূমিকম্পে। গত ৫ আগস্ট মধ্যরাত ১২টা ৪০ সেকেন্ড ৫৫ মিনিটে অরুণাচল প্রদেশের কুরুংকুমে জেলায় ৩.০ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছে।

You might also like!