গঙ্গাসাগর, ১২ জানুয়ারি : মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণের আগেই পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট পুণ্যতীর্থ গঙ্গাসাগর। ঠান্ডা রয়েছে, শীতে জবুথবু সাগরে আসা পুণ্যার্থী ও সাধু-সন্তরা। এবারের মেলায় বিদেশ থেকে প্রচুর ইসকন ভক্ত এসেছেন। গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে সাগর প্রবচন ও সাগর আরতি। ১৫ তারিখ পর্যন্ত এগুলি চলবে। এবারে প্রয়াগরাজে মহাকুম্ভ থাকায় ভিন রাজ্যের বহু পুণ্যার্থী সাগর স্নান সেরে মহাকুম্ভে রওনা দিচ্ছেন।
মঙ্গলবার মকর সংক্রান্তি, মনস্কামনা পূরণে গঙ্গাসাগরে পুণ্য়ার্থীদের ভিড় জমতে শুরু করেছে। সাগরে স্নানের পাশাপাশি, কপিল মুনির আশ্রমে পুজো দেবেন তাঁরা। গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর ও আশপাশের এলাকা। একাধিক পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। আকাশপথে ও জলপথে চালানো হচ্ছে নজরদারি। বিদেশি ভক্তদের হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে সাগরমেলা।