Country

1 day ago

7.1 magnitude earthquake in Tibet: তিব্বতে ৭.১ তীব্রতার ভূমিকম্প; মৃত অন্তত ৩৬, আহত ৩৮ জন

7.1 magnitude earthquake in Tibet; At least 36 dead, 38 injured
7.1 magnitude earthquake in Tibet; At least 36 dead, 38 injured

 

নয়াদিল্লি, ৭ জানুয়ারি : তিব্বতে ৭.১ তীব্রতার ভূমিকম্পে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৬ জনের, এছাড়াও ৩৮ জন আহত হয়েছে। ৭.১ তীব্রতার ভূমিকম্পের পরপর বেশ কয়েকবার আফটারশক অনুভূত হয়। মঙ্গলবার সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। তিব্বতের ভূমিকম্পে নেপাল, ভারত-সহ কয়েকটি দেশও কেঁপে ওঠে।

নেপালের গোকর্ণেশ্বরের কাছে লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পের উৎসস্থল ছিল। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। বিহারের মধুবনী জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। ভারত, নেপাল, বাংলাদেশের সঙ্গে কম্পন টের পাওয়া গিয়েছে ভুটানেও।

You might also like!