Country

11 months ago

Suthendraraja T alias Santhan Death:রাজীব গান্ধীর নামাঙ্কিত হাসপাতালেই মৃত্যু তাঁর হত্যা মামলায় দোষী সান্থানের মৃত্যু চেন্নাইয়ে

Suthendraraja T alias Santhan and former Prime Minister Rajiv Gandhi
Suthendraraja T alias Santhan and former Prime Minister Rajiv Gandhi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মৃত্যু হল রাজীব গান্ধীর হত্যা মামলায় দোষী সাব্যস্ত সুথেন্দ্ররাজা টি ওরফে সন্থানের। বুধবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীবের নামাঙ্কিত চেন্নাইয়ের এক সরকারি হাসপাতালেই মৃত্যু হয়েছে তাঁর। সন্থান শ্রীলঙ্কার বাসিন্দা ছিলেন। লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই)-এর সদস্য ছিলেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

1991 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে হত্যার ঘটনায় জড়িত ছিল সান্থান ৷ রাজীব গান্ধি হত্যা মামলায় 2022 সালে সুপ্রিম কোর্ট যে সাত জনকে মুক্তি দিয়েছিল, তাদের মধ্যে অন্যতম সান্থান ৷ 20 বছরেরও বেশি সময় কারাবাসে থাকার পর তাদের মুক্তি দেওয়া হয় ৷

রাজীব গান্ধি গভর্নমেন্ট জেনারেল হাসপাতালের ডিন ই থেরানিরাজন জানান, বুধবার ভোররাত 4টের সময় হৃদরোগে আক্রান্ত হয় সান্থান ৷ তবে সিপিআর এবং অক্সিজেন দেওয়া হয় ৷ পাশাপাশি ভেন্টিলেটরেও রাখা হয় ৷ তবে চিকিৎসায় কোনও সাড়া দিচ্ছিল না সান্থান ৷ এরপর এদিন সকাল 7.50 মিনিটে সান্থানের মৃত্যু হয় ৷ তার যকৃৎজনিত সমস্যার চিকিৎসা চলছিল ৷ সান্থানের দেহের ময়নাতদন্ত করা হবে ৷ তার দেহ শ্রীলঙ্কায় পাঠানোর আইনি ব্যবস্থাও করা হচ্ছে ৷

2022 সালে মুক্তি পাওয়ার পর সান্থানকে তিরুচিরাপল্লিতে একটি বিশেষ ক্যাম্পে রাখা হয় ৷ তবে যকৃৎজনিত সমস্যায় ভুগছিল সে ৷ 27 জানুয়ারি যকৃত বিকল হয়ে যাওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়, জানিয়েছেন ডিন ৷


You might also like!