Country

16 hours ago

PM Modi leaves for france: ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী, যাবেন আমেরিকাতেও

Prime Minister Narendra Modi emplanes for Paris, France
Prime Minister Narendra Modi emplanes for Paris, France

 

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩-দিনের সফরে সোমবার ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফ্রান্স সফরে গিয়ে তিনি এআই অ্যাকশন সামিটে অংশ নেবেন, এছাড়াও ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে বৈঠকে বসবেন। প্যারিসে ফরাসি রাষ্ট্রপতির সঙ্গে শীর্ষ সম্মেলনের সহ-সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী মোদী। দুই নেতা যৌথভাবে মার্সেইতে ভারতের নতুন কনস্যুলেট জেনারেলেরও উদ্বোধন করবেন। এছাড়াও আন্তর্জাতিক থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর প্রকল্প পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

বিদেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী যাবেন আমেরিকায়, ১২-১৩ ফেব্রুয়ারি আমেরিকায় থাকবেন প্রধানমন্ত্রী। দু’দিনের সফরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎও করবেন তিনি। উল্লেখ্য, অভিবাসী ভারতীয়দের ফেরত পাঠানোর সময়ে মোদীর এই মার্কিন মুলুক সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

You might also like!