মিরাট, ১৫ সেপ্টেম্বর : শনিবার রাতে লোহিয়ানগর থানা এলাকার জাকির কলোনিতে একটি তিনতলা বাড়ি ভেঙে ১৫ জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায়। জানা গেছে, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। আর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী শনিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকাজ রবিবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার সকাল পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।